আরেক অশ্রু সিক্ত বিদায় লগ্ন অতিবাহিত !
আরেক মহা জীবনদীপ হলো নির্বাপিত !
তাঁর হাতের সেই আধ খাওয়া Apple খানি,
যে বিশ্ব কে নিয়েছিল কাছে টানি |
আর সেই Pixar ?
যা animation শিল্প কে জগতে করেছিল বিস্তার |
Walt Disney এর Toy Story ?
সুনাম এ সর্বপরি ?
যে তপন জগত কে দেখিয়েছিল আলো,
সেই সূর্য্য আজ অস্তমিত !
কি করে ভুলবে তারে ?
সে যে বীর জীবন সমরে !
ওই দেখো ওড়ে তার বিজয় নিশান !
মানব চলিয়া যায়,
রয়ে যায় তার কীর্তি অক্ষয় অমলিন !
Steve Jobs তোমার নাম থাকবে লেখা থাকবে চিরদিন,
তোমার ভক্ত জনের হৃদয় পটে ! !
আরেক মহা জীবনদীপ হলো নির্বাপিত !
তাঁর হাতের সেই আধ খাওয়া Apple খানি,
যে বিশ্ব কে নিয়েছিল কাছে টানি |
আর সেই Pixar ?
যা animation শিল্প কে জগতে করেছিল বিস্তার |
Walt Disney এর Toy Story ?
সুনাম এ সর্বপরি ?
যে তপন জগত কে দেখিয়েছিল আলো,
সেই সূর্য্য আজ অস্তমিত !
কি করে ভুলবে তারে ?
সে যে বীর জীবন সমরে !
ওই দেখো ওড়ে তার বিজয় নিশান !
মানব চলিয়া যায়,
রয়ে যায় তার কীর্তি অক্ষয় অমলিন !
Steve Jobs তোমার নাম থাকবে লেখা থাকবে চিরদিন,
তোমার ভক্ত জনের হৃদয় পটে ! !