Wednesday, 7 March 2012

প্রসেনজিত দার একখানি পাকা গোঁফ

প্রসেনজিত দার একখানি গোঁফ পাকা,
যেন আকাশ পটে সাদা মেঘের আল্পনা আঁকা,
যেন বসন্ত যামিনীর এক ফালি চাঁদ বাঁকা,
তারই আড়ালে খেলে যায় হাঁসি মধুর মমতা মাখা ।