Friday, 23 November 2012

এ মন

 আজব জিনিস এ মন,
সময়ের পথে বদলে যায় তার সুখের কারণ !
শৈশবে খোঁজে মায়ের পরশ সোহাগ মাতৃস্তন,
যৌবনে চায় প্রেমিকার তপ্ত তনুকা, প্রেয়সীর নিবিড় চুম্বন !
কৈশোরে খালি অজানা বিস্ময়ে কম্পমান, অজানার পিছু ধাবমান;
মধ্য ভাগে পূর্ণ সংসার সুখের আস্বাদন।
অন্তিমে খোঁজে নিশ্সব্দ শান্তি, জীবনবোধের অমৃত্পান।

স্তরে স্তরে বদলায় সুখের স্বাদ,
ছেলেবেলার খেলনাবাটি
আজ যেন খোলাম কুচি
কালকের অবুঝ নবীন, আজকের বিত্তবান!     

জ্ঞানের সন্ধানে

হে প্রকান্ড মহাকাশ,
তুমি আমায় ধরা দাও,
আমার আছে যত ক্ষুদ্রতা সব তুমি নাও,
তোমার সব উদারতা উজাড় করে আমায় ভরিয়ে দাও ।

তোমার অসীমতায় আমি মিশে যেতে চাই,
ভুলে আপোনাকে
যেন হারিয়ে যাই লক্ষ লক্ষ আলোক বর্ষ  দূরে
যেখানে
তারারা চুপি চুপি কথা কয় ,
যেখানে
ব্রহ্মান্ডের নিশ্সব্দ লয়ে দোলে গ্রহাণু asteroid,
যেখানে
ব্ল্যাক হোলের গ্রাসে মুছে যায় শত শত আলোক কনিকা,
নক্ষত্রদের সারি সারি মৃতদেহ নিয়ে জেগে রয় প্রগাড় অন্ধকার !
যেখানে
নীহারিকার ময়ুখ শিখায় সাজে আলোর সাঁঝবাতি,
যেখানে
সুদুর ছায়াপথে চলে অতন্দ্র পরিব্রাজক !

সেখানে নিয়ে চল আমায় - মহাবিশ্বের বিশ্ববিদ্যালয়ে
যেখানে
হৃদয়খানি ধরব মেলে মহাজ্ঞানের মুক্তাঙ্গনে !!!



 

Saturday, 3 November 2012

শুভ জন্মদিন প্রসেনজিত দা : 2012

জীবনে কত সুন্দর বসন্ত দেখলে বন্ধু, আরও অনেক আছে বাকি,
ঝরা পাতায় মোড়া বিথিকায় পড়ে আছে তোমার পদচিহ্ন, ফিরে যেতে সাধ হয় নাকি ?

ফেলে দেওয়া সিগারেট এর  মুখে এখনো আগুন বেঁচে আছে,
আগামী কালের শাখায় শাখায় ফাগুন বেঁচে আছে ।
দু হাথে কুড়িয়ে নিয়ে হারানো স্বপন,
দেখো আগামী ভোরের সূর্যোদয় ।
আবার নতুন করে বেঁচে থাকার আনন্দে,
সুখের ঠিকানায় ছুটে যেও বার বার,
জীবন হোক প্রেমময় !

শুভ জন্মদিন !!!