আজব জিনিস এ মন,
সময়ের পথে বদলে যায় তার সুখের কারণ !
শৈশবে খোঁজে মায়ের পরশ সোহাগ মাতৃস্তন,
যৌবনে চায় প্রেমিকার তপ্ত তনুকা, প্রেয়সীর নিবিড় চুম্বন !
কৈশোরে খালি অজানা বিস্ময়ে কম্পমান, অজানার পিছু ধাবমান;
মধ্য ভাগে পূর্ণ সংসার সুখের আস্বাদন।
অন্তিমে খোঁজে নিশ্সব্দ শান্তি, জীবনবোধের অমৃত্পান।
স্তরে স্তরে বদলায় সুখের স্বাদ,
ছেলেবেলার খেলনাবাটি
আজ যেন খোলাম কুচি
কালকের অবুঝ নবীন, আজকের বিত্তবান!
সময়ের পথে বদলে যায় তার সুখের কারণ !
শৈশবে খোঁজে মায়ের পরশ সোহাগ মাতৃস্তন,
যৌবনে চায় প্রেমিকার তপ্ত তনুকা, প্রেয়সীর নিবিড় চুম্বন !
কৈশোরে খালি অজানা বিস্ময়ে কম্পমান, অজানার পিছু ধাবমান;
মধ্য ভাগে পূর্ণ সংসার সুখের আস্বাদন।
অন্তিমে খোঁজে নিশ্সব্দ শান্তি, জীবনবোধের অমৃত্পান।
স্তরে স্তরে বদলায় সুখের স্বাদ,
ছেলেবেলার খেলনাবাটি
আজ যেন খোলাম কুচি
কালকের অবুঝ নবীন, আজকের বিত্তবান!