জীবন সৈকতে বসে আছি
ক্লান্ত রিক্ত দিশাহারা ।
বয়ে যায় জীবন প্রবাহমান
বয়ে যায় কত ধারা ।
ঢেও আসে ঢেও যায়
নতুন আশার কথা শুনিয়ে যায়
কত আলোর ঝিলমিল চোখ ঝলসিয়ে যায়
আবার দিনের শেষে আন্ধারের দেশে বিলীন হয়ে যায়
রেখে যায় আঁধারের আলপনা !
সাধের তরী খানি, যাতে করেছিলাম বিশ্ব-জয়ের যাত্রা
সেদিন ঝড়ে ভেঙ্গে গেছে তা,
আছড়ে পড়েছে এই সৈকতে !
ভাঙ্গা সাধ গড়তে বসেছি আবার
নাও বাইবার অঙ্গীকারে
সলিলে সলিলে হাতছানি ।
পাড়ি দিতে চাই দুর্গমে, অজানা দীপান্তরে
বিকিয়ে দিতে পারি প্রাণ !
মৃত্যুর সওদাগরের কাছে,
যদি পাই আলোর পরশমণি !
কে দেবে, কে দেবে মোরে
একমুঠো আলো?
হে বিধাতা, আকাশ পানে
খুঁজি তোমারি ধ্রুব তারা !
ক্লান্ত রিক্ত দিশাহারা ।
বয়ে যায় জীবন প্রবাহমান
বয়ে যায় কত ধারা ।
ঢেও আসে ঢেও যায়
নতুন আশার কথা শুনিয়ে যায়
কত আলোর ঝিলমিল চোখ ঝলসিয়ে যায়
আবার দিনের শেষে আন্ধারের দেশে বিলীন হয়ে যায়
রেখে যায় আঁধারের আলপনা !
সাধের তরী খানি, যাতে করেছিলাম বিশ্ব-জয়ের যাত্রা
সেদিন ঝড়ে ভেঙ্গে গেছে তা,
আছড়ে পড়েছে এই সৈকতে !
ভাঙ্গা সাধ গড়তে বসেছি আবার
নাও বাইবার অঙ্গীকারে
সলিলে সলিলে হাতছানি ।
পাড়ি দিতে চাই দুর্গমে, অজানা দীপান্তরে
বিকিয়ে দিতে পারি প্রাণ !
মৃত্যুর সওদাগরের কাছে,
যদি পাই আলোর পরশমণি !
কে দেবে, কে দেবে মোরে
একমুঠো আলো?
হে বিধাতা, আকাশ পানে
খুঁজি তোমারি ধ্রুব তারা !