এ গান কে বাঁধিল
তব কন্ঠে সজিবে বলিয়া ?
এ নূপুর কে গড়িল
তব চরণে বাজিবে বলিয়া ?
ও রূপ কে রচিল
আপন চিত্ত খুলিয়া ?
নাচে মন্দির মাঝে
উর্ধে বহু তুলিয়া !
তব কন্ঠে সজিবে বলিয়া ?
এ নূপুর কে গড়িল
তব চরণে বাজিবে বলিয়া ?
ও রূপ কে রচিল
আপন চিত্ত খুলিয়া ?
নাচে মন্দির মাঝে
উর্ধে বহু তুলিয়া !