চলছে আমার কাটা ছেঁড়া
ক্ষিপ্র হাতের ছুরি-কাঁচিতে;
আমার ঘিলুর ওজন কত
কি আমার রক্তের রঙ
-- সব বুঝতে,
মায়াহীন হীমঘরেতে ।
ক্ষিপ্র হাতের ছুরি-কাঁচিতে;
আমার ঘিলুর ওজন কত
কি আমার রক্তের রঙ
-- সব বুঝতে,
মায়াহীন হীমঘরেতে ।
শুনি কত ফিসফিস
আমার কলঙ্কের কথা;
শোনেনা কেউ কান পেতে
আমার হৃদপিণ্ডের বোল
কি স্বপ্ন বাজছে তাতে
গহীন দেশের মর্ম-বাসে ।
আমার হৃদপিণ্ডের বোল
কি স্বপ্ন বাজছে তাতে
গহীন দেশের মর্ম-বাসে ।
টুকরো হই আমি, ছিন্ন হই আমি;
অবশ আঙুলের ফাঁক দিয়ে
পালায় বহুদিনের সাধ-গুলো,
নিজেকে আঁকড়ে বেঁচে থাকি ।
কত আঘাত আসে সজোরে
কত বিন্দু বিন্দু রক্ত ঝরে,
জমাট বেঁধে উঠে যায়
আকাশ-গেলা পাঁচিল হয়ে ।
পাঁচিল জড়ানো শেকড় বেয়ে উঠি,
মোক্ষের সন্ধানে;
আর পিছলে পড়ি বার বার ।
তবু খুঁজি শেকড়ের ফাঁকে ফাঁকে
পারিজাত, মৃত্যুঞ্জয়ী পুষ্প-লতা,
আর পিছলে পড়ি বার বার ।
তবু খুঁজি শেকড়ের ফাঁকে ফাঁকে
পারিজাত, মৃত্যুঞ্জয়ী পুষ্প-লতা,
তিমিরের মাঝে প্রথম আলোর আশ নিয়ে ।।
-