Sunday, 7 August 2011

কৃষ্ণকলি

হে কৃষ্ণকলি !
তোমার তরে বসে আছি হৃদয় দুয়ার খুলি !

তোমার কালো আন্ধারেতে নিভে গেছে কত চাঁদ ;
তোমার পাগল করা চোখে দেখি আমার মরণ ফাঁদ !

তোমার কালো তনু জুড়ে হাজার হাজার আগুন শিখা হাতছানি দিয়ে ডাকে |
যেমন রাত জাগা আঁখি ডাকে তার তন্দ্রা সখীটিকে  !

No comments:

Post a Comment