Tuesday, 6 September 2011

শিক্ষক দিবস

হে জ্যোতিস্মান !
আজ গাহিব তোমারি স্তুতি গান !

প্রাজ্ঞ তুমি সৌম্য তুমি, চেতনার নির্মল আলো ;
অজ্ঞানতার অন্ধ কূপে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো |
পথ হারাকে হাত ধরে তুমি দেখাও আলোর পথ ;
পুষ্পে পুষ্পে শোভিত হোক  তোমার বিজয়রথ |
তোমার দিব্য পরশে হউক নব জ্ঞানের উন্মেষ ;
মুক্ত কন্ঠে দিও তুমি কর্মের নির্দেশ |
তব আশীষ মাথায় নিয়ে যেন চলি অবিরাম ;
কৃতান্জলিপুতে করি তোমায় কোটি কোটি প্রণাম ||

শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ্য নিবেদন ||

ইতি,
সুভাশীষ প্রার্থী ,
কৃপা

No comments:

Post a Comment