Sunday, 15 April 2012

শুভ নববর্ষ

আজ বর্ষ বরণের দিনে,
নয় আর চাঁদ তারা ফুল পাখির চেনা সংলাপ,
ছন্দে বাঁধা বন্ধ মনের অলীক প্রলাপ!

বলবো দুটি গদ্যময় মেঠো কথা ----

ব্যাস্ত চলার পথে খানিক বসো বন্ধু,
খানিক জিরিয়ে নাও,
খানিক নিজের পানে চাও;
নিজের মনের গভীরে ডুব দিয়ে দেখো,
শুনতে কি পাও কোনো অশ্রুত, অস্ফুট বেদনার দীর্ঘশাস?
যা ক্রন্দন হয়ে ঝরতে পারেনি,
যা হৃদয়ের আকাশে কালো মেঘ হয়ে জমে আছে!
আজ তা শ্রাবণ হয়ে নেমে আসুক সহস্র ধারায়!
ভিজিয়ে তোমার তনু মন, জাগিয়ে তৃপ্তির পরশ তোমার রন্ধ্রে রন্ধ্রে!

সেই হারানো রাঙ্গা পথে এসো আরেকবার;
সেই ছেলেবেলার স্মৃতি মাখা অশ্বত্থের ছায়ায়,
যেখানে বউ কথা কও ডাকতো বড় করুণ সুরে;
সেই বুড়ো শিব তলায়,
যেখানে সন্ধ্যে নামলেই আসতো সে ,
শিউলি জুই বকুলে ভরে আনত সাজি,
সেই বসন্ত সাঁঝে যার সাথে আঙ্গুলে আঙ্গুল ঠেকে গেছিল,
শিউরে উঠেছিল সে ত্রস্ত হরিনীর মত!
আজও সে বসে আছে দু চোখে মিনতির প্রদীপ জ্বেলে!
সেই চাঁপা বনে,
সে অপেক্ষা করে কেঁদে কেঁদে চলে গেছে,
ভিজে মাটিতে মিশে আছে তার পদরেনু;
বুকে মেখে নিও তা, বলো এইতো আমি এসেছি ফিরে!

জানি বড় ব্যাস্ত তুমি,
ঘাটে নৌকা বাঁধা আছে,
মাঝি ঘন ঘন হাঁক দিচ্ছে,
সময়ের স্রোতে আবার নাউ বাইতে!
তবু--
দু দন্ড শাস নিয়ে নাও বুক ভরে,
স্মৃতির এই শান্তি নীড়ে|

নব বরষে সেই পুরানো ছন্দে পথ চলা,
একই রয়ে যাবে সবই --
তুমি, আমি, দিবস - যামিনী!
তবু এই স্মৃতি টুকু অঞ্চলে বেঁধে নিও,
কখনো যদি একা হতে মন চায়,
বা ক্লান্ত লাগে বড়,
অঞ্চল খানি দিও খুলে মনের বাতায়নে,
পাবে আবার --
চাঁদ তারা ফুল পাখির কাব্যময় পৃথিবী ! ! !

শুভ নববর্ষের সুভেচ্ছা জানাই !

ইতি,

কৃপা 

Friday, 6 April 2012

তুমি আসবে বলে তাই ...

তুমি আসবে বলে তাই ...
আমি কাব্যি করে যাই..
ফুলের তোরণ সাজিয়ে রাখি,
তারার জরি এঁকে রাখি
নীল আকাশের গায়..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..

তুমি আসবে বলে তাই ...
আমি স্বপন তরী বাই,
ভাবের সলিলে গা ভাসিয়ে,
কোথায় হারিয়ে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..

তুমি আসবে বলেই তাই,
আমি আঁতেল হয়ে যাই,
কবিতার পিন্ডি চটকে..
ভাতে মেখে খাই ..
বিশু পাগল হয়ে আমি
আপন মনে গাই..
সুধু, তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..