তুমি আসবে বলে তাই ...
আমি কাব্যি করে যাই..
ফুলের তোরণ সাজিয়ে রাখি,
তারার জরি এঁকে রাখি
নীল আকাশের গায়..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
তুমি আসবে বলে তাই ...
আমি স্বপন তরী বাই,
ভাবের সলিলে গা ভাসিয়ে,
কোথায় হারিয়ে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি আঁতেল হয়ে যাই,
কবিতার পিন্ডি চটকে..
ভাতে মেখে খাই ..
বিশু পাগল হয়ে আমি
আপন মনে গাই..
সুধু, তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
আমি কাব্যি করে যাই..
ফুলের তোরণ সাজিয়ে রাখি,
তারার জরি এঁকে রাখি
নীল আকাশের গায়..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
তুমি আসবে বলে তাই ...
আমি স্বপন তরী বাই,
ভাবের সলিলে গা ভাসিয়ে,
কোথায় হারিয়ে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি আঁতেল হয়ে যাই,
কবিতার পিন্ডি চটকে..
ভাতে মেখে খাই ..
বিশু পাগল হয়ে আমি
আপন মনে গাই..
সুধু, তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..
No comments:
Post a Comment