ওই দেখো উঠেছে ঈদ এর চাঁদ উর্ধ গগন পানে,
ঝরে অবিরাম পাক নির্মল করুনা ধারা ত্রিভুবনে ।
হজরতজির দোয়ায় ভরে উঠুক জীবন,
ত্যাগের গৈরিক রঙে রেঙে উঠুক সবার তনু মন,
মুছে গিয়ে বর্ণ-বৈষম্য তুচ্ছ সংকীর্ণতা, পুন্য হোক এ মহেন্দ্রক্ষণ।
ওই শোনো মোহন বীণার তান,
শোনো ভোরের আজান,
শোনো মন্দিরের ঘন্টা ধ্বনি, গির্জার গান,
বাজে মহামিলনের সঙ্গীত, বাজে ঐকতান ।।।
ঈদ এর শুভেচ্ছা রইলো!
ঝরে অবিরাম পাক নির্মল করুনা ধারা ত্রিভুবনে ।
হজরতজির দোয়ায় ভরে উঠুক জীবন,
ত্যাগের গৈরিক রঙে রেঙে উঠুক সবার তনু মন,
মুছে গিয়ে বর্ণ-বৈষম্য তুচ্ছ সংকীর্ণতা, পুন্য হোক এ মহেন্দ্রক্ষণ।
ওই শোনো মোহন বীণার তান,
শোনো ভোরের আজান,
শোনো মন্দিরের ঘন্টা ধ্বনি, গির্জার গান,
বাজে মহামিলনের সঙ্গীত, বাজে ঐকতান ।।।
ঈদ এর শুভেচ্ছা রইলো!