আবার এলো সেই বিদায়ী বেলা,
আনন্দ উল্লাস মাঝে, করুন সে সুর বাজে!
পুষ্পে পত্রে পল্লবে,
ঢাকের তালে তালে,
চলে ধুনুচি নাচ, চলে সিন্দুর খেলা ।
মাযের মৃন্ময়ী রূপ দিলাম বিসর্জন নয়ন নদীর জলে,
হাজার প্রদীপ শিখায় যেন মাযের চিন্ময়ী রূপ জ্বলে ।
ঋতু চক্রের মতই মায়ের আসা, মায়ের চলে যাওয়া,
মাঝের কদিন মায়ের সোহাগ আদরে মাখা!
ব্যাকুল মন পথ চেয়ে রয় আগামী পুজোর পানে,
সুরু হয় আবার সুখের আশায় বুক বাঁধার পালা !!!
বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা !!!
আনন্দ উল্লাস মাঝে, করুন সে সুর বাজে!
পুষ্পে পত্রে পল্লবে,
ঢাকের তালে তালে,
চলে ধুনুচি নাচ, চলে সিন্দুর খেলা ।
মাযের মৃন্ময়ী রূপ দিলাম বিসর্জন নয়ন নদীর জলে,
হাজার প্রদীপ শিখায় যেন মাযের চিন্ময়ী রূপ জ্বলে ।
ঋতু চক্রের মতই মায়ের আসা, মায়ের চলে যাওয়া,
মাঝের কদিন মায়ের সোহাগ আদরে মাখা!
ব্যাকুল মন পথ চেয়ে রয় আগামী পুজোর পানে,
সুরু হয় আবার সুখের আশায় বুক বাঁধার পালা !!!
বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা !!!
No comments:
Post a Comment