Tuesday, 22 July 2014

আন্দামান

তোমার স্বর্ণালী সৈকতে
                 করেছি গো স্নান,
নারকেল গাছের দোলায়
                 দুলেছে মন-প্রাণ,
পাখিদের সুরে সুরে
                 বেঁধেছি সুখের গান,
তোমার রঙিন স্মৃতি
                থাকবে অক্ষয়-অম্লান ।

হে আন্দামান ! !  

বর্ষা

ভিজে আলো জোছনায়,
শ্রাবন রাতের রচনায়;
আলো ঝলমল গলা মায়া,
আলতো কুয়াশার আবছায়া ।
ঝরে বৃষ্টি ঝিরিঝিরি
নূপুরের গুঞ্জরণে ;
রূপকথার কাব্য ঝরে
মোহময় বিস্মরণে ।