Tuesday, 22 July 2014

বর্ষা

ভিজে আলো জোছনায়,
শ্রাবন রাতের রচনায়;
আলো ঝলমল গলা মায়া,
আলতো কুয়াশার আবছায়া ।
ঝরে বৃষ্টি ঝিরিঝিরি
নূপুরের গুঞ্জরণে ;
রূপকথার কাব্য ঝরে
মোহময় বিস্মরণে ।

No comments:

Post a Comment