Friday, 26 September 2014

মিলন যামিনী

মধু সমীরনো শোভিত যামিনী,
প্রেমেরো কুসুমে গাঁথা ;
ঘন সুনিবিড়ো কোমলো অবণী,
সুখো হিল্লোলো গাথা ।
মিলনো অখিলে দুজনে গোপনে,
ক্ষীরো সুধারসে মাখা;
আপনো হৃদয়ো দোদুলো দোলায়ে
প্রণয়ো রেণুতে ঢাকা ।
পুষ্প ভ্রমর গুন্গুন সুরে
মায়ারো ছন্দে গাহে,
পাখিরো কুজনে কুহু কুহু রাগে
সুর নির্ঝরো বহে ।
ইতি-উতি ধায় ফুলেরো সুরভি
কাহারো নূপুরো বাজে,
চিত্ত পুলকে ময়ূরো নাচে
নবীনো নৃত্য সাজে ।
সুখো পারিজাত কেশরো ছোঁওয়াতে
প্রেমো মুকুলিত লাজে,
বাজে বীণা আজি অজানা ছন্দে
কিশোরো চেতনা মাঝে ।
আকাশো অনিলে সুরেরো সলিলে
প্রনয়ো তরণী ভাসে,
দুটি ব্যাকুলিত হৃদয়ো মিলিছে
মিলনো তৃপ্তি আশে !

No comments:

Post a Comment