Thursday, 11 December 2014

মিষ্টি সখী

মিষ্টি সখী দুষ্টু সখী
পাখির সাথে খেলা করো ;
খিলখিলিয়ে মন দুলিয়ে
ফুলের হাসি ফুটিয়ে তোলো ।

তোমার কোমল ছওয়া পেয়ে
পাথরে জাগে গো প্রাণ ;
তোমার হাসিতে হয় গো প্রিয়ে
সকল ব্যথার অবসান ।

কত সাধনার ফল গো তুমি
কত কৃপার দান ;
তোমায় পেয়ে গেয়েছি সখী
পরম সুখের গান ।।

দ্বইয়ের আইবুড়ো ভাত

আজি শুক্তি হৃদয়ে
মুক্ত ধারায়
প্রেমও সুধা কণা বহে ;
ফুলেরো কাননে
মনেরও মিলনে
প্রণয় ভ্রমর গাহে ।

একি মোহ ওগো !
পারিনা সহিতে
জীবন ভরিয়া যায় ;
না বলা কথা
কহিতে  প্রিয়ে
মরমে মরিয়া যাই !

তাই সখী ওগো
মিলিবো তোমাতে
সকল দুয়ার মেলিয়া ;
না বলা কথা
বলিতে তোমারে
আপন হৃদয় খুলিয়া  ।

--

দুএ মিলে কোরো
সাধের সাধনা
নয়নে নয়ন রাখিয়া ;
সুখ দুখ সব
ভাগা ভাগি কোরো
জ্যোত্স্না কিরণ মাখিয়া ।


--

লহ মোর
স্নেহাসিশ মাখা কামনা ;
ঈশ্বরের কাছে করি
তোমাদের অশেষ সুখের প্রার্থনা ।।