Thursday, 11 December 2014

মিষ্টি সখী

মিষ্টি সখী দুষ্টু সখী
পাখির সাথে খেলা করো ;
খিলখিলিয়ে মন দুলিয়ে
ফুলের হাসি ফুটিয়ে তোলো ।

তোমার কোমল ছওয়া পেয়ে
পাথরে জাগে গো প্রাণ ;
তোমার হাসিতে হয় গো প্রিয়ে
সকল ব্যথার অবসান ।

কত সাধনার ফল গো তুমি
কত কৃপার দান ;
তোমায় পেয়ে গেয়েছি সখী
পরম সুখের গান ।।

No comments:

Post a Comment