আজ এ শুভ দিনে,
হে ধৃতিমান !!!
গাহি তোমারই জয় গান ।মোদের শুভেচ্ছার ডালি খানি লয়ে
হয়ো তুমি চির আয়ুষ্মান !
এসেছিনু একেলা তব দেব অঙ্গনে !
দিয়েছিলে স্থান,
পরম সযতনে স্নেহের আসনে ।
হয়তো রহিব না আগামী বত্সর
এই দিনে,
তোমার সনে !
হয়তো হইবে না দেখা ।
তবু এই স্মৃতির মালিকা
যা পরায়ে দিলেম আজি
তব কন্ঠে,
বাজিবে তাহা বেনু হয়ে
ফুলের রেনু লয়ে
তব মন্দির প্রাঙ্গনে ।
-----
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার !!
আপনার deadline-বিহীন, তাগাদা-বিহীন, TO-DO list-বিহীন জীবন কামনা করি । আশা করি একদিন "জানা হয় নাই, শেখা হয় নাই" এমন জিনিস গুলির প্রতি সুবিচার করতে পারবেন । আর অবশেষে, আপনার না পড়া, না দেখা বই এবং সিনেমা গুলি এবং কাজের চাপে অপূর্ণ সাধগুলোর জন্যে সময় বের করতে পারবেন
হে ধৃতিমান !!!
গাহি তোমারই জয় গান ।মোদের শুভেচ্ছার ডালি খানি লয়ে
হয়ো তুমি চির আয়ুষ্মান !
তব জীবন কাননে ।
দিয়েছিলে স্থান,
পরম সযতনে স্নেহের আসনে ।
সেই দিন হতে
কত মহিমার দান
করেছ অম্লান ।
কত সুধা কণা
করেছি গো পান
তব চরণ-গঙ্গা হতে
তব আনন্দ নিকেতনে ।হয়তো রহিব না আগামী বত্সর
এই দিনে,
তোমার সনে !
হয়তো হইবে না দেখা ।
তবু এই স্মৃতির মালিকা
যা পরায়ে দিলেম আজি
তব কন্ঠে,
বাজিবে তাহা বেনু হয়ে
ফুলের রেনু লয়ে
তব মন্দির প্রাঙ্গনে ।
-----
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার !!
আপনার deadline-বিহীন, তাগাদা-বিহীন, TO-DO list-বিহীন জীবন কামনা করি । আশা করি একদিন "জানা হয় নাই, শেখা হয় নাই" এমন জিনিস গুলির প্রতি সুবিচার করতে পারবেন । আর অবশেষে, আপনার না পড়া, না দেখা বই এবং সিনেমা গুলি এবং কাজের চাপে অপূর্ণ সাধগুলোর জন্যে সময় বের করতে পারবেন