Wednesday, 13 May 2015

আশা

অবশেষে হলো প্রতিক্ষার অবসান !
অন্ধকারে আলোর প্রতিক্ষা ..
ধূসর মরুভূমে জলের প্রতিক্ষা ..
যেমন উত্তর মেরুতে অগণিত মাস,
অগণিত দিন
আঁধার-ক্লান্ত মানুষ 
সুর্যোদয়ের দিকে তাকিয়ে থাকে ...
যেমন কালাহারিতে অগণিত মাস
অগণিত দিন
তৃষ্ণার্ত মানুষ
আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকে..
কিন্তু, ওঠেনা সূর্য, আসেনা বর্ষা !
তবু আশ মেটেনা..
ব্যার্থ ক্লান্ত চোখে ঘুম নেমে আসে ..
পরের দিন হয় আবার আশার সমারোহ !
শাস ফুরিয়ে যায়, তবু আশ মরে না..
মানুষ এই আশ বুকে নিয়েই বিদায় নেয়
পরের জন্মে আবার আশ করবে বলে ..
আবার পূর্বাচলের দিকে চেয়ে থাকবে বলে
আকাশের মেঘের দিকে চেয়ে থাকবে বলে ..
জীবন শেষ হয়ে যায়..আশ শেষ হয়না !
কারণ জীবনের নামই আশা !
আশাই মানুষের শাসের ইন্ধন ..
সে আশ না মিটলেও .. সে পথে হাঁটাই জীবন  ।

No comments:

Post a Comment