Wednesday, 10 June 2015

যেদিন নেব বিদায়

আজ আবার একা ..
এই একলা জানলার ধার,
রৌদ্রে তপ্ত ফ্লাই ওভার । 
রাস্তা থেকে গাড়ির শব্দ
ভেতরে একাকী অন্ধকার !


মনে পরে সেদিন ..
প্রথম এসেছিলাম যেদিন ..
এক চোখ স্বপ্ন নিয়ে ..
এ ল্যাব তখন
বর্ষার নদীর মত টইটম্বুর !
ব্যস্ত কর্মনিষ্ঠ সরব,
মাঝে হালকা হাসির খুচরো কথা। 
বিকেল হলে
দল বেঁধে টি ক্লাব-এ  উত্সব |


দিন বদলেছে ..
কত সময় বয়ে গেছে অবিরাম। 
বদলেছে কত মুখ
কত আশা হয়েছে চুরমার !
তবু ভাঙ্গা কাঁচের আলোতে
মন কুড়িয়েছে সুখ ।

এই জীবন তটে
কেউ আছে কেউ গেছে ।
নতুন কচি কাঁচার ঢল
আবার তাদের নিয়ে হয়েছে সোরগোল ।


তারই মাঝে জীবনে ওঠা নামা ;
কখনো চড়াই কখনো উতরাই !
অন্ধকারে অসহায় হাহাকার,
আবার তারই  মাঝে আলোর রোশনাই !


জানি একা এসেছিলাম
একাই  যেতে  হবে চলে  !
দিন শেষে কাজ ফুরালে ;
আসবে আমারও বাড়ি ফেরার পালা ..
চুকিয়ে সব হিসেব নিকেশ
আমারও দিন হবে শেষ !


তবু রয়ে যাবে আমার স্মৃতিখানি !
যদি পুরনো পার ধরে,
কাজের অবসরে,
নাউ বাইতে যাও
স্মৃতির উপলে পাবে আমার নাম খানি !

এই একলা  জানলার  ধার
রৌদ্রে তপ্ত  ফ্লাইওভার
রাস্তা থেকে গাড়ির শব্দ ..
সবই  রয়ে যাবে
শুধু থাকব না আমি
পরে রবে রিক্ত চেয়ার !


চলে যাব নিশব্দে
প্রাচীন স্মৃতির পাতায় !
যেদিন নেব  বিদায় ..

Friday, 5 June 2015

আম কথা

প্রিয় দই,

আজ কাকু তোমাদের বাড়ির আম দিয়ে গেলেন। অপরূপ তার স্বাদ ! খেয়ে আমাতুর হয়ে গেছি  চরম আমাসক্ত হয়ে ক'লাইন লিখেই ফেললাম :


তোমাদের গাছের আম,
আম তো নয়..
যেন পেয়ালা ভরা জাম..
এর স্বাদের নেশায় হায়
জীবন মজে যায় ..
এর মিষ্টি আবেশে
রঙ্গীন হর শাম !


---

তোমাদের গাছের আম,
আম তো নয়
যেন বৈশালীর আম্রপালি !
হৃদয় মাঝে লাস্যময়ী
মুখে দিলেই এক ফালি ।


--

তোমার গাছের আম..
হৃদয় পত্রে লেখা রবে
এর স্বাদের অমর নাম..
মুখে দিয়ে হায়
অমৃত স্বাদ পাই !
হৃদয় মন্দির পুণ্য হলো
ধন্য চিত্ত ধাম । 

----

আম্র কুঞ্জে বাজে বেনু
আম্র গন্ধে মজে তনু
ব্যাকুল হৃদয় নিয়ে হায় ।
মরে যাই আম পিয়াশায় !
কত অপেক্ষা পরে পেলাম
এমন আম্র ধেনু !


---


এবং সব শেষে একটু ইংরেজি বুলি :

when a man goes
to taste your mangoes
his heart is fragrant
like a newly blossomed rose!