Friday, 5 June 2015

আম কথা

প্রিয় দই,

আজ কাকু তোমাদের বাড়ির আম দিয়ে গেলেন। অপরূপ তার স্বাদ ! খেয়ে আমাতুর হয়ে গেছি  চরম আমাসক্ত হয়ে ক'লাইন লিখেই ফেললাম :


তোমাদের গাছের আম,
আম তো নয়..
যেন পেয়ালা ভরা জাম..
এর স্বাদের নেশায় হায়
জীবন মজে যায় ..
এর মিষ্টি আবেশে
রঙ্গীন হর শাম !


---

তোমাদের গাছের আম,
আম তো নয়
যেন বৈশালীর আম্রপালি !
হৃদয় মাঝে লাস্যময়ী
মুখে দিলেই এক ফালি ।


--

তোমার গাছের আম..
হৃদয় পত্রে লেখা রবে
এর স্বাদের অমর নাম..
মুখে দিয়ে হায়
অমৃত স্বাদ পাই !
হৃদয় মন্দির পুণ্য হলো
ধন্য চিত্ত ধাম । 

----

আম্র কুঞ্জে বাজে বেনু
আম্র গন্ধে মজে তনু
ব্যাকুল হৃদয় নিয়ে হায় ।
মরে যাই আম পিয়াশায় !
কত অপেক্ষা পরে পেলাম
এমন আম্র ধেনু !


---


এবং সব শেষে একটু ইংরেজি বুলি :

when a man goes
to taste your mangoes
his heart is fragrant
like a newly blossomed rose!

No comments:

Post a Comment