আবার এলো IPL,
নতুন Gen-এর ফেয়ারিটেল ।
অফিস ফেরত ডিনার টেবিল
রিমোট আঁকড়ে বসুন,
ছুটির ফাঁকে জার্সি গায়ে,
selfie তুলে আসুন ।
খেলবে বিরাট, খেলবে ধনী
মারবে যখন গেইল,
চোখের সামনে রিয়ালিটি শো
বলিউডও ফেল !
ব্রিজের তলায়, ফুটপাথে শোয়া,
ভুখা পরিবার,
ফ্লাড-লাইটের মজলিশে নাচে
বিদেশী চিয়ার-লিডার !
চেন্নাই ভেঙ্গে গুজ্জু -পুণে
কুন্দ্রা মায়াপ্পান,
কালো টাকার টয়লেট পেপার
কাদা জলে স্নান !
এঁদো গলির জোনাকিরা
ষ্টার হয়ে যান,
এদের মধ্যে কেউ আবার
SIR উপাধি পান !
চড়বে পারদ, ছুটবে ঘোড়া
চড়বে কাদের দাম,
থীমের তালে ঝরবে যখন
বোলারদের ঘাম ।
বিদ্য -জন নাক সিঁটকে
বলেন "একি ঢপের খেল !"
পথের ধারের ফাস্ট-ফুড আর
কলের কাটা তেল !
আরে কাকু ! গেছে সে সব
ঠুকুর ঠুকুর দিন !
এখন ছক্কা বাজি, টেকনোলজি
আর DJ-র তা ধিন ধিন !
রবি-গুরু, বনের কোকিল
গরম চৈত্র সেল,
নতুন Gen-এর ফেয়ারিটেল
যার নাম IPL ।
নতুন Gen-এর ফেয়ারিটেল ।
অফিস ফেরত ডিনার টেবিল
রিমোট আঁকড়ে বসুন,
ছুটির ফাঁকে জার্সি গায়ে,
selfie তুলে আসুন ।
খেলবে বিরাট, খেলবে ধনী
মারবে যখন গেইল,
চোখের সামনে রিয়ালিটি শো
বলিউডও ফেল !
ব্রিজের তলায়, ফুটপাথে শোয়া,
ভুখা পরিবার,
ফ্লাড-লাইটের মজলিশে নাচে
বিদেশী চিয়ার-লিডার !
চেন্নাই ভেঙ্গে গুজ্জু -পুণে
কুন্দ্রা মায়াপ্পান,
কালো টাকার টয়লেট পেপার
কাদা জলে স্নান !
এঁদো গলির জোনাকিরা
ষ্টার হয়ে যান,
এদের মধ্যে কেউ আবার
SIR উপাধি পান !
চড়বে পারদ, ছুটবে ঘোড়া
চড়বে কাদের দাম,
থীমের তালে ঝরবে যখন
বোলারদের ঘাম ।
বিদ্য -জন নাক সিঁটকে
বলেন "একি ঢপের খেল !"
পথের ধারের ফাস্ট-ফুড আর
কলের কাটা তেল !
আরে কাকু ! গেছে সে সব
ঠুকুর ঠুকুর দিন !
এখন ছক্কা বাজি, টেকনোলজি
আর DJ-র তা ধিন ধিন !
রবি-গুরু, বনের কোকিল
গরম চৈত্র সেল,
নতুন Gen-এর ফেয়ারিটেল
যার নাম IPL ।
No comments:
Post a Comment