আজ টপ্পাইের জন্মদিন,
বৃষ্টি নাচে তা-ধিন-ধিন ।
আজকে আবার মজার দিন,বৃষ্টি নাচে তা-ধিন-ধিন ।
~@~
আজ কি পরেছে টপ্পাই ?
দেখে আসি চলো ভাই !
মুকুট-ধুতি-পাঞ্জাবি ।
ঠিক তাই! ঠিক তাই !
ঠিক তাই! ঠিক তাই !
বাদশাহী নাগরাই ।
ঠিক তাই! ঠিক তাই !
ঠিক তাই! ঠিক তাই !
আজ কি পেয়েছে টপ্পাই ?
দেখে আসি চলো ভাই !
দেখে আসি চলো ভাই !
হরেক রকম উপহার ।
ঠিক তাই! ঠিক তাই !
ঠিক তাই! ঠিক তাই !
সাত রাজার রত্ন হার ।
ঠিক তাই! ঠিক তাই !
ঠিক তাই! ঠিক তাই !
আজ কি খেয়েছে টপ্পাই ?
দেখে আসি চলো ভাই !
মাংস পোলাও কালিয়া ।
ঠিক তাই! ঠিক তাই !
দেখে আসি চলো ভাই !
মাংস পোলাও কালিয়া ।
ঠিক তাই! ঠিক তাই !
পায়েস বোঁদে পান্তুয়া ।
আজ বেজায় খুশি টপ্পাই ।
ঠিক তাই ! ঠিক তাই !
আজ যা ইচ্ছা তাই পায় !
ঠিক তাই! ঠিক তাই !
ঠিক তাই! ঠিক তাই !
~@~
বাজলো কাঁসর,
বাজলো বাঁশি,
সবার মুখে সাজলো হাসি ।
কেকের গন্ধে ম-ম,
পেটের মধ্যে চোঁ-চোঁ ।
মনোহরা সরভাজা,
পেট পুরে খেয়ে যা ।
সবার আশীষ ওই যে ঝরে,
টপ্পাইের মাথার 'পরে ।
টপ্পাইের মাথার 'পরে ।
----
টপ্পাইের জন্যে রইলো বুক ভরা শুভেচ্ছা আর ভালোবাসা । ওর জীবন আনন্দ, পূর্ণতা ও পবিত্রতায় ভরে উঠুক -- এই কামনা করি ।
--
--
কৃপা (কাকু/মামা?)