Tuesday, 8 August 2017

বৃষ্টি ও আমি

কলেজ  থেকে
বাড়ি ফেরার পথে
হঠাৎ দেখা হতো তোর সাথে ;
জল-জমা রাস্তায়,
খোলা আকাশের শামিয়ানায়
কত আড্ডা দিতাম তোর সাথে,
কত ফাজলামি, কাদা জলে জল-কেলি;
তোতে ভিজতাম আমি,
আমাতে তুই ।

আসতিস আমার সাথে বাড়ি পর্যন্ত
আবার হারিয়ে যেতিস হঠাৎ,
কিচ্ছুটি না বলে !
আবার দেখা হলে
করতাম কত গোঁসা
কিন্তু একটুও রাগ করতিস না তুই ;
বেয়ারার মতো ঝড়তিস আমার গায়ে ।

ধরতে চাইতাম তোর হাত
পাশ কাটতিস, ফস্কে যেতিস তুই ;
তোর হাসি নূপুর বাজাতো
পাতায় পাতায়, জলে ডোবা পাড়ার মাঠে ;
ওপর দিকে চেয়ে খুঁজতাম তোকে
ঝাপসা করে দিতিস আমায়
কানামাছি খেলতিস আমার সাথে ।

এখন আমার অনেক কাজ
বড্ডো হয়েছি বড়ো !
অনেক মুন্সিয়ানা শিখেছি ,
বোকা বোকা শখগুলো হয়েছে বাস্তুহারা ;
তোর সাথে হয়না কথা ;
শুধু জানলা দিয়ে দেখি তোকে ;
ছেলেবেলার স্বপ্নগুলো খেলা করে আমায় ঘিরে,
হারিয়ে যাস তুই  -- অনেক কাজের  ভিড়ে !

কাজ থেকে বাড়ি  ফেরার  সময়
এক  বেখেয়ালি  লহমায়,
রাস্তার  ল্যাম্প পোস্টের
ওই গলা সোনার আয়নায়
খুঁজি শৈশব;
খুঁজি তোকে;
খুঁজি সেই  হারানো দিনগুলোকে ;
খুঁজি সেই  বাঁধন-ছাড়া  আমি-কে;
জমা  জলে  দেখি
কাগজের  নৌকা
যা  ভরাডুবি  হয়েছে  অনেকদিন
কতকি দ্বায়িত্বের ভারে !

[বিরতি]

আজ আবার খোলা রাস্তায়
আকাশের দিকে চেয়ে আছি ;
আয় নেমে  আয় আর একটিবার
মনের কিউবিকলে ;
ভাসিয়ে দে জমা খরচ,
হিসেব নিকেশ, কর্ম-ব্যস্ত সালতামামি ।

ইস্কুল ফেরত
ভেজা বিকেল
ফিরিয়ে দিয়ে  যা,
বেখেয়ালি অবচেতন
ভরিয়ে  দিয়ে  যা ।

আবার চেনা  খুনসুটিতে
আমায় জাপটে ধর তুই ;
কণায় কণায় পাই তোর  স্নেহ,
আদরে বুলিয়ে দে  মাথা ;
বলি আবার বোজা চোখে
সেই হারিয়ে  যাওয়া  কথা ।


--
কৃপা

No comments:

Post a Comment