প্রিয় দেবনৃপ,
(আমি বন্ধু কৃপ )
সারাবছর ছবি এঁকে
Barapasaurus Tagori,
মনে প্রাণে বাঙালী ।
মনে প্রাণে বাঙালী ।
ধুতি পাঞ্জাবি নাগরাই পরে বাবু বাবু বেশ,
আনলো সে যে নীলের জন্যে
রাজভোগ, সরপুরিয়া, মনোহরা, সন্দেশ ।
Velociraptor এলো এবার
Velociraptor এলো এবার
চীনা প্রজা সেজে,
সঙ্গে সঙ্গে উঠলো শোনো
chinese flute বেজে !
চীন থেকে আনলো সে
নরম সিল্ক-পোশাক,
সঙ্গে আছে কুং পাও চিকেন,
নুড্ল সূপ আর পেকিং ডাক ।
Brontosaurus উঁচু গলা
কুতুব না আইফেল ?
নীলের জন্যে আনলো পেড়ে
তাল, খেঁজুর আর নারকেল ।
Stegosaurus এলেন এবার
গায়ে পরে বর্ম,
শান্ত তিনি করেন নাকো
যেমন-তেমন কর্ম ।
নীলের জন্যে আনলেন তিনি
কড মাছের dish
আনলেন আরও সঙ্গে করে
পর্তুগিজ sea-fish ।
Allosaurus এলেন তিনি
নেচে নেচে এবার
সঙ্গে নিয়ে ইউরোপেরই
হরেক রকম খাবার ।
gelato, য়োগার্ট, আইস-ক্রিম
আর ফ্রোজেন কাস্টার্ড,
চীজ-কেক, চকো-ওয়াফেল
প্যানকেক, স্ট্রুডেল , টার্ট ।
Archaeopteryx এলেন এবার
আকাশ পথে ধেয়ে
হঠাৎ করে ওঠেন তিনি
জার্মান-গীতি গেয়ে ।
ডাইনো নাকি পক্ষী তিনি
সমাজে ভারী কোন্দল !
নীলের তরে আনলেন তিনি
গ্রীলড চিকেন hendl ।
Spinosaurus এবার তিনি
বীর দাপটে এলেন
নীল কে তিনি ভালোবেসে
কি উপহার দিলেন ?
গাইতেন তিনি গা এলিয়ে
নীল নদের তীরে,
নীল নদের তীরে,
নীলের জন্যে আনলেন তিনি
Kimberly-এর হীরে ।
Dilophosaurus এলেন
সেই সুদূর US হতে
নীলকে শুভ জন্মদিনে
শুভেচ্ছা বাণী দিতে ।
আনলেন তিনি যত্ন করে Allen-Edmonds জুতো
সঙ্গে Gucci-এর স্যুট,
Lindt সুইস চকলেট
আর কুকি-বিসকুট ।
সবার শেষে এলেন রাজা Tyrannosaurus rex
তাঁর সামনে সবার হলো ইনফেরিওরিটি কমপ্লেক্স !
নীলের জন্যে আনলেন তিনি
Apple-এর ট্যাবলেট
Apple-এর ট্যাবলেট
সঙ্গে ছিল ঝুড়ি ঝুড়ি
Hersheys চকলেট ।
আরো কত ছোট বড়ো
ডাইনোসর এলো
মিষ্টি নীলের জন্মদিনে
কত্ত মজা হলো !
--
আমার
বাবার চোখের অপারেশন ছিল, তাই আমি কলকাতায় এসেছি । তাই জন্যে নীলের
জন্মদিনে ডাইনোসর আর মানুষের অভিনব সমাগমে আসতে পারলাম না । আমার আন্তরিক
শুভেচ্ছা রইলো নীলের সুখময় ভবিষ্যতের জন্যে । অনেক বড় হও, মা-বাবা আত্মীয়
স্বজনের মুখ উজ্জ্বল করো, এই কামনাই করি ।
--
কৃপা মেসো --
No comments:
Post a Comment