চোখের সামনে ছিলে যবে তুমি
হৃদয়ে স্থান দিয়েছিহারিয়ে তোমায় বারে বারে যেন
আরও বেশি করে চেয়েছি ।
আঁচলে তোমার স্নেহের পরশে
কত ভালোবাসা পেয়েছি,
আপন ভেবে কত না-পাওয়ার
বেদনা বিলিয়ে দিয়েছি ।
ব্যর্থ হৃদয়ে তোমার দেউলে
কত দীর্ঘশ্বাস ফেলেছি,
আত্মজ্ঞানের শিক্ষা পেয়ে
জীবনের পথে চলেছি ।
Mentor-এর পথ-নির্দেশ আর
ভুবন-দোলানো হাসি,
তার সংস্কৃতি মনস্কতায়
হয়েছি জ্ঞানপিয়াসী ।
দেব-আশীষে পেয়েছি আমি
আপন জনের পরশ,
তাদের স্নেহের ছায়ায়
পেয়েছি স্বস্তি, পেয়েছি হরষ ।
বাগদেবীর আরাধনায়
করুণা-সিক্ত হয়েছি,
শক্তি-পূজায় আলোক প্লাবনে
শক্তি-পূজায় আলোক প্লাবনে
কালিমা-মুক্ত হয়েছি ।
চাতক হয়ে দেখেছি কত
ময়ূর-পেখম-ছটা,
উষ্ণ দিনে মুগ্ধ করেছে
অমলতাসের স্বর্ণ-জটা ।
অসীমের করুনায় পেলাম
আগামীর অনুদান,
উত্তরসূরির আগমনে
তৃপ্ত হয়েছে প্রাণ ।
IIT কানপুর--
ধন্য আমি পুণ্য আমি
তোমার করুণা দানে
শতবার আমি প্রণাম জানাই
এই বিনীত গানে ।
চাতক হয়ে দেখেছি কত
ময়ূর-পেখম-ছটা,
উষ্ণ দিনে মুগ্ধ করেছে
অমলতাসের স্বর্ণ-জটা ।
অসীমের করুনায় পেলাম
আগামীর অনুদান,
উত্তরসূরির আগমনে
তৃপ্ত হয়েছে প্রাণ ।
IIT কানপুর--
ধন্য আমি পুণ্য আমি
তোমার করুণা দানে
শতবার আমি প্রণাম জানাই
এই বিনীত গানে ।
পুনশ্চ: IIT কানপুরে যে নতুন সম্পর্কের তার বাঁধা হয়েছে, তার অনুরণন আমার জীবনকে আরও মধুময়, সংগীতময় করেছে । জনৈক সহৃদয় "Mentor" অর্ণব দার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই । দেবোপমদা-মিনিদিদির জন্যে জন্মস্থান থেকে দূরে থেকেও আপনজনের অভাব বোধ করিনি । RM-504 ল্যাবের শঙ্করদা এবং আরো অনেকের কাছে পেয়েছি অকৃত্রিম ভালোবাসা, বিপদের দিনে সহযোগিতা ও উপদেশ যা আমার আগামী দিনের পাথেয়, বহু সাধনার ফল, কুবেরের সম্পদের চেয়েও অমূল্য ।
Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
ReplyDeleteFind Harrah's 강원도 출장마사지 Cherokee Casino 남원 출장마사지 & Hotel address, street level, walking 부천 출장안마 distance to Harrah's Cherokee 경산 출장안마 Casino and other 인천광역 출장마사지 gaming facilities.