Tuesday, 9 February 2021
দেখা
প্রথম বর্ষার কণা বোজা চোখে পড়তেই যাকে খুঁজিস তুই
আমি সেই ।
রক্ত-গোলাপ হাতে বাসন্তী-রঙা হয়ে যাকে খুঁজিস তুই
আমি সেই ।
পরিযায়ী-ডানায় সহস্র মাইল উড়ে শ্রান্ত হয়ে যাকে খুঁজিস তুই
আমি সেই ।
দুর্ভিক্ষে খিদে-আগুন-পেটে খালি অন্ন-থালায় যাকে খুঁজিস তুই
আমি সেই ।
বাসে ট্রেনে নির্জন গলিতে, বুভুক্ষু চোখের চাহনিতে রক্তাত্ত-বেআব্রু হয়ে যাকে খুঁজিস তুই
আমি সেই ।
আমিও খুঁজেছি তোকে কত কাল ধরে...
আমি যেবার জালিয়ানওয়ালা, সেবার তুই হিরোশিমা
আমি যেবার কলিঙ্গ, তুই হলি ভিয়েতনাম
আমি বার্লিন-ওয়াল, তুই সোমনাথ-মন্দির
আমি হোটেল তাজ, তুই চেরনোবিল
আমি বসন্ত উৎসব, তুই রোশ-হাশানা
আমি ডোডো, তুই টেরোড্যাকটিল ।
এতদিনে দেখা হলো অবশেষে,
টাইম ওয়ার্পের দেশে;
এবার তুই অতিমারী,
আমিও...
হয়তো আবার ছিটকে যাবো
গ্রহাণু হয়ে,
লক্ষ আলোকবর্ষ দূরে
দুঃখ-বিলাসীদের কবিতা হতে...
তাই,
বুকে জড়িয়ে নিয়েছি একবার নিবিড় করে
এই এক লহমায়
হাজার বছর বাঁচবো বলে
একসাথে ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment