খুজি ফিরি তোমারে রিক্ত মরু মাঝে, এক কণা শিশিরের মত;
তোমার কেশ রাশি ছুঁয়ে গেছে মোরে অচেতনে,
চমকিয়ে জেগে উঠে দেখি কালো আকাশে জ্বলে আছে বিষন্ন তারা শত শত ;
তুমি নাই তুমি নাই!! !
গুমরে কাঁদি গোপনে |
তপ্ত মেদিনী বুকে চলেছি কত পথ;
তীক্ষ্ণ কন্টক কত বিধেছে এ পায়ে,
ঝরেছে রক্ত ধারা,
তাও যদি না পাই তোমারে,
এই রক্তে রচিব মোর মরণ সপথ|
মোর হাহাকার ধ্বনি বাজিবে চরাচরে;
থর থর কাম্পিবে ভুবন,
তখন বুঝিবে অন্তরে;
তখন ফেলিও নিষ্ফল অশ্রুজল মোর সমাধি 'পরে | |
তোমার কেশ রাশি ছুঁয়ে গেছে মোরে অচেতনে,
চমকিয়ে জেগে উঠে দেখি কালো আকাশে জ্বলে আছে বিষন্ন তারা শত শত ;
তুমি নাই তুমি নাই!! !
গুমরে কাঁদি গোপনে |
তপ্ত মেদিনী বুকে চলেছি কত পথ;
তীক্ষ্ণ কন্টক কত বিধেছে এ পায়ে,
ঝরেছে রক্ত ধারা,
তাও যদি না পাই তোমারে,
এই রক্তে রচিব মোর মরণ সপথ|
মোর হাহাকার ধ্বনি বাজিবে চরাচরে;
থর থর কাম্পিবে ভুবন,
তখন বুঝিবে অন্তরে;
তখন ফেলিও নিষ্ফল অশ্রুজল মোর সমাধি 'পরে | |
No comments:
Post a Comment