হে রাতের কলকাতা!
মায়াময়ী কৃষ্ণাঙ্গী কলকাতা!
তোমার নয়নে কত কাব্য, কত ছবি আঁকা !
তোমার অঙ্গে জ্বলে শত শত তারা,
জ্বলে আগুন,
রূপের ঝরনা ধারা !
যেন কোন স্বপ্ন জাল বোনা,
পথের ধারে ধারে যেন আলোর আল্পনা !
বারে যত রাত,
মুছে যায় মানুষের কোলাহল,
বাজে তোমার পায়ের মল |
স্বপন হয়ে ঢাকে মোর চোখ তোমার কালো আঁচল | |
মায়াময়ী কৃষ্ণাঙ্গী কলকাতা!
তোমার নয়নে কত কাব্য, কত ছবি আঁকা !
তোমার অঙ্গে জ্বলে শত শত তারা,
জ্বলে আগুন,
রূপের ঝরনা ধারা !
যেন কোন স্বপ্ন জাল বোনা,
পথের ধারে ধারে যেন আলোর আল্পনা !
বারে যত রাত,
মুছে যায় মানুষের কোলাহল,
বাজে তোমার পায়ের মল |
স্বপন হয়ে ঢাকে মোর চোখ তোমার কালো আঁচল | |
No comments:
Post a Comment