আজ আপনার জন্মদিন!
তাই সবাই নাচে তা ধিন ধিন !
দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে
হেংলা-পুরের কেবলা রাজা
আজকে যে তার বেজায় মজা,
বাজছে ঢোলক বাজছে বাঁশি,
ফুর্তিতে আজ অত্ত হাঁসি !
মোরা আপনাকে ঘিরে করব খেলা,
হবে রং বেরঙের খুশির মেলা !
সুখের পরশ লাগবে মনে,
রাত পরীদের নাচে -গানে!
আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ! ! !
তাই সবাই নাচে তা ধিন ধিন !
দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে
ফোকলা দাদু উঠছে গেয়ে !
হেংলা-পুরের কেবলা রাজা
আজকে যে তার বেজায় মজা,
বাজছে ঢোলক বাজছে বাঁশি,
ফুর্তিতে আজ অত্ত হাঁসি !
মোরা আপনাকে ঘিরে করব খেলা,
হবে রং বেরঙের খুশির মেলা !
সুখের পরশ লাগবে মনে,
রাত পরীদের নাচে -গানে!
আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ! ! !
No comments:
Post a Comment