পুষ্পক বাহনে উড়ে যেও তুমি,
হে সুদূর পথ যাত্রী,
সাথে নিয়ে মোদের শুভ কামনা |
শুভ হোক তোমার স্বপ্নের রাজ্যে অভিষেক,
তুর্য কেতন উড়িয়ে দিয়ে ফিরে এসো তুমি বিশ্বের আকাশে;
অভিনন্দনের মালা হাতে দাঁড়িয়ে থাকব মোরা,
নামবে যখন তুমি ভূমি 'পরে বিজয় রথ হতে ! ! !
তোমার বিদেশ যাত্রা শুভ হোক !
--
কৃপা
হে সুদূর পথ যাত্রী,
সাথে নিয়ে মোদের শুভ কামনা |
শুভ হোক তোমার স্বপ্নের রাজ্যে অভিষেক,
তুর্য কেতন উড়িয়ে দিয়ে ফিরে এসো তুমি বিশ্বের আকাশে;
অভিনন্দনের মালা হাতে দাঁড়িয়ে থাকব মোরা,
নামবে যখন তুমি ভূমি 'পরে বিজয় রথ হতে ! ! !
তোমার বিদেশ যাত্রা শুভ হোক !
--
কৃপা
No comments:
Post a Comment