এই বরষন মুখর দিনে,
অমৃত ধারা বর্ষিত হোক তব তনু মনে,
ধুয়ে দিয়ে সকল বেথা, মুছে দিয়ে ক্লান্তি ক্লেশ,
আসুক স্নিদ্ঘ সৌম্য অনাবিল পরিবেশ;
আসুক পরম তৃপ্তি, পরম সুখের আবেশ |
হে জ্ঞানবৃক্ষ,
তোমার স্নিগ্ধ ছায়ায় করি মোরা তোমার স্তুতি গান,
তোমার জ্ঞানের আলোক শিখা হোক অনির্বান,
গগন স্পর্শী হোক তোমার শিরস্ত্রাণ |
তোমার ঝুলি হতে আশীষ কণা যেন সদা ঝরে অবিরাম,
আজ কর জোড়ে করি মোরা তোমায় সহস্র প্রণাম | |
শিক্ষক দিবসের শুভেচ্ছা ! ! !
অমৃত ধারা বর্ষিত হোক তব তনু মনে,
ধুয়ে দিয়ে সকল বেথা, মুছে দিয়ে ক্লান্তি ক্লেশ,
আসুক স্নিদ্ঘ সৌম্য অনাবিল পরিবেশ;
আসুক পরম তৃপ্তি, পরম সুখের আবেশ |
হে জ্ঞানবৃক্ষ,
তোমার স্নিগ্ধ ছায়ায় করি মোরা তোমার স্তুতি গান,
তোমার জ্ঞানের আলোক শিখা হোক অনির্বান,
গগন স্পর্শী হোক তোমার শিরস্ত্রাণ |
তোমার ঝুলি হতে আশীষ কণা যেন সদা ঝরে অবিরাম,
আজ কর জোড়ে করি মোরা তোমায় সহস্র প্রণাম | |
শিক্ষক দিবসের শুভেচ্ছা ! ! !
No comments:
Post a Comment