Wednesday, 5 September 2012

নিশা

জ্বলে কতো আগুন রাতের কৃষ্ণ দেহে!
শত শত বহ্নি শিখা হাতছানি দিয়ে ডাকে,
"এসো এসো কাছে এসো কাছে এসো
কেন রও  বিহনে !"

রাতের মোহনায় স্বপ্ন গুলো ছুঁতে চায়  আকাশের নীল,
সুদূরের চাঁদ চেনা হয়ে ধরা দিতে চায়,
রাত জাগা পাখিদের গানে গানে !

No comments:

Post a Comment