মিলন বাসরে জেগে রয় দুটি মন;
আজ শুধু একই সুরে গান বাঁধা,
একই রাগে সুর সাধা,
আগামী দিনের মধুর হাতছানি,
রঙিন স্বপন দেখে দু নয়ন ।
হাতে হাত চোখে চোখ,
যেন নিঃশব্দে কথা বলে নীরবতা--
"তোমার সব চোখের জল আমি আপন করে নিলাম,
আমার সব টুকু সুখ তোমায় উজাড় করে দিলাম !
শুধু আমার হৃদয় খানি রেখো সযতনে, নিজের মনের কোণে |"
রজনীগন্ধার মাতাল আবেশে দোলে দুই প্রদীপ শিখা,
বয়ে যায় মধু যামিনী,
ঝরে অবিরাম অমল জ্যোত্স্না ধারা,
ফোটে পারিজাত, ফোটে প্রণয়ের প্রথম কলি;
মিলন ছন্দে বাজে এসরাজ,
বাজে মধুবন্তী, বাজে ঈমন ।।।
আজ শুধু একই সুরে গান বাঁধা,
একই রাগে সুর সাধা,
আগামী দিনের মধুর হাতছানি,
রঙিন স্বপন দেখে দু নয়ন ।
হাতে হাত চোখে চোখ,
যেন নিঃশব্দে কথা বলে নীরবতা--
"তোমার সব চোখের জল আমি আপন করে নিলাম,
আমার সব টুকু সুখ তোমায় উজাড় করে দিলাম !
শুধু আমার হৃদয় খানি রেখো সযতনে, নিজের মনের কোণে |"
রজনীগন্ধার মাতাল আবেশে দোলে দুই প্রদীপ শিখা,
বয়ে যায় মধু যামিনী,
ঝরে অবিরাম অমল জ্যোত্স্না ধারা,
ফোটে পারিজাত, ফোটে প্রণয়ের প্রথম কলি;
মিলন ছন্দে বাজে এসরাজ,
বাজে মধুবন্তী, বাজে ঈমন ।।।
No comments:
Post a Comment