Sunday, 30 December 2012

বিয়ের পথে

মাথায় টোপর,
চন্দন সাজে মুখমন্ডল,
পরনে ধুতি পাঞ্জাবি;
মুখে মধু মাখা মৃদু হাঁসি,
দ্যুতি ঝরা কলেবর,
অন্তরে ধরে প্রিয়ার মুখখানি
বিয়ের পথে বংশীধর !
সঙ্গে চলে বরযাত্রী, বাজনায়ালার দল
আর চলে  চলে নীত-বর!

No comments:

Post a Comment