আবার এলো নতুন বছর !
আবার কি তবে নতুন সুরে গলা সাধা?
নতুন আশায় বুক বাঁধা?
ধেত্তেরি !!!
যত্ত সব বুজরুগী, আহাম্মকি, ছেলে ভোলানো কথা!
নতুন তো খালি ক্যালেন্ডারটা !
আমরা তো সেই প্রাচীন,
বস্তা-পঁচা, অর্বাচীন!
খালি অন্যের ঘরে উঁকি ঝুঁকি দিন থেকে রাতি,
নিজের বেলায় "AALL IZZ WELL" -- একি মস্ত ফাঁকি !!
ব্রেন এর ওই কারখানাটা -- যেখানে নাকি সিল্পো করো,
জানলা দরজা সবিই বন্ধ,
দেয়াল গুলোতে তো নোনা ধরে গেল ।
মনের ঘরে জমিয়ে রাখা বস্তায় রাশি রাশি,
leg-pulling চিমটি আর দেদার PNPC!
রাখির দিনে "ইক হাজারো মে মেরি বেহেনা হ্যায়",
আর পাড়ার চিকনী চামেলি দেখে ঠোঁঠ কামড়ানা ভি হ্যায় !
বলবেন, ছি ছি ছি !!! নতুন বছরে এ কি নোংরা ভাষা !
আজকালকার ছোঁড়াগুলোর রকম সর্বনাশা !!
আরে রাখুন তো মশাই ! বোঝেন তো সবিই, ভালো মানুষের ব্যাটা !
লুকিয়ে লুকিয়ে বুলু ফিলিম, কালচার এর হাঁড়ি-চাঁচা !
হেই সামাল হেই সামাল হেই, আপন পিঠ বাঁচা,
এবার খুললো বুঝি রং বাহারি বুদ্ধি-জীবির কাঁছা !
আরও নিচে নামছি না ভাই, ঘাঁটবো কত পাঁক?
আসুন, ঝাঁটা হাতে নেমে পরি করতে এসব সাফ !
হলে ঝাঁ চকচকে আমি আর ঝাঁ চকচকে তুমি,
তবেই হবে বছরখানি সত্যিকারের দামী !!
আসুন নতুন বছরে সবাই নিজেদের বদলাই !
শুভ নববর্ষ ২০১৩ !!!
আবার কি তবে নতুন সুরে গলা সাধা?
নতুন আশায় বুক বাঁধা?
ধেত্তেরি !!!
যত্ত সব বুজরুগী, আহাম্মকি, ছেলে ভোলানো কথা!
নতুন তো খালি ক্যালেন্ডারটা !
আমরা তো সেই প্রাচীন,
বস্তা-পঁচা, অর্বাচীন!
খালি অন্যের ঘরে উঁকি ঝুঁকি দিন থেকে রাতি,
নিজের বেলায় "AALL IZZ WELL" -- একি মস্ত ফাঁকি !!
ব্রেন এর ওই কারখানাটা -- যেখানে নাকি সিল্পো করো,
জানলা দরজা সবিই বন্ধ,
দেয়াল গুলোতে তো নোনা ধরে গেল ।
মনের ঘরে জমিয়ে রাখা বস্তায় রাশি রাশি,
leg-pulling চিমটি আর দেদার PNPC!
রাখির দিনে "ইক হাজারো মে মেরি বেহেনা হ্যায়",
আর পাড়ার চিকনী চামেলি দেখে ঠোঁঠ কামড়ানা ভি হ্যায় !
বলবেন, ছি ছি ছি !!! নতুন বছরে এ কি নোংরা ভাষা !
আজকালকার ছোঁড়াগুলোর রকম সর্বনাশা !!
আরে রাখুন তো মশাই ! বোঝেন তো সবিই, ভালো মানুষের ব্যাটা !
লুকিয়ে লুকিয়ে বুলু ফিলিম, কালচার এর হাঁড়ি-চাঁচা !
হেই সামাল হেই সামাল হেই, আপন পিঠ বাঁচা,
এবার খুললো বুঝি রং বাহারি বুদ্ধি-জীবির কাঁছা !
আরও নিচে নামছি না ভাই, ঘাঁটবো কত পাঁক?
আসুন, ঝাঁটা হাতে নেমে পরি করতে এসব সাফ !
হলে ঝাঁ চকচকে আমি আর ঝাঁ চকচকে তুমি,
তবেই হবে বছরখানি সত্যিকারের দামী !!
আসুন নতুন বছরে সবাই নিজেদের বদলাই !
শুভ নববর্ষ ২০১৩ !!!
No comments:
Post a Comment