Sunday, 13 January 2013

প্রসেনজিতদার বিয়ে

পরিণয়ের কলি গেয়ে উঠুক মনের শাখায় শাখায়,
নাচে ওই পরীর দল মেখে ফুলের রেনু পাখায় পাখায় ।
চির বসন্তের রং লাগুক নব-বধুর সিঁথিতে ;
মঙ্গলময় প্রদীপ শিখায় উজ্জল হোক গৃহকোণ;
বিবাহের পবিত্রতায় ভরে উঠুক দুই জীবন ।
নব দম্পতির জীবনে আসুক সুখ, শান্তি ও প্রাপ্তির পূর্ণতা ।।।

No comments:

Post a Comment