Thursday, 8 August 2013

২২শে শ্রাবণ : শ্রদ্ধাঞ্জলি

পড়েছিনু একেলা রিক্ত পথ প্রান্তে,
কুড়ায়ে লয়েচিলে মোরে ---
 তব ক্রোড়ে,
 স্নেহ ভরে,
কখন অজান্তে !

হে প্রজ্বল রবি !
তব আলোকে আলোকিত এ তুচ্ছ ক্ষুদ্র শশী,
জপেছি প্রাণ ভরে তব নাম দিবা নিশি ।

তব মহীরূহ ছায়ায় খেলেছি মিছে কত ভাঙ্গা গড়ার খেলা,
দেখেছি চমকিয়া সকল সৃষ্টি মাঝে ---
তোমারি পদ রেনু ,
তোমারি সৃজন মেলা !

তাই তোমারি পুষ্পে গেঁথেছি আজিকে তোমারো কন্ঠ মালা,
তোমারো রসের মহিম ধারায় ভাসিছে সুরের ভেলা ।

আবার এসেছে ক্রন্দনো ঘন সেই ২২শে শ্রাবণ !
নতজানু হয়ে এই গীতাঞ্জলি তোমায় করি অর্পণ ।।


No comments:

Post a Comment