Tuesday, 23 July 2013

ঘরে ফেরার গান

------- (sad melancholic tune) ------------------

যদি চলে যেতে হয়
তবে, কেন পিছে মোড়া
যখন পিছে মুড়বে তখন
কেন চলে যাওয়া ?

যখন দুঃখ পেতে হবে
তখন, কেন সুখের কথা বলা ?
সুখের কথা বলিস তবে
কেন দুখের পথে চলা ?

-------- (change in rhythm; music rises)-----------------

কোথায় রে তোর গীতা কোরান
কথায় রে তোর খোদা ?
ছুটি পাওয়ার জীয়ন কাঠি
তোর ভাবের ঘরে বাঁধা !

পালিয়ে গিয়ে দেখবি যখন
বিশ্ব ভরা ত্রাস,
আপন ঘরে আসবি ফিরে
করবি হা হুতাশ !

ওরে,
আয় ফিরে আয় ঘরে রে তোর
গোলা ভরা ধান,
গলা ভরে সাধিস রে তুই
ভবা খেপার গান ।

ওরে !
আয় ফিরে আয় ঘরে রে তোর
গোলা ভরা ধান,
গলা ভরে সাধিস রে তুই
ভবা খেপার গান ।

 

---------------(music slows down; slow happy tune)-----------------
 
যদি ফিরে আসতে হয়
তবে, কেন চলে যাওয়া ?
যখন আসবে ফিরে তবে
কেন যাওয়ার কথা ভাবা ?

--------------------------(music rises; euphoric tune)

যদি ফিরে আসতে হয়
তবে, কেন চলে যাওয়া ?
যখন আসবে ফিরে তবে
কেন যাওয়ার কথা ভাবা ?









No comments:

Post a Comment