ঝরে পরে জীর্ণ পাতা
মৌসুমী ঝড়ে ;
একা একা --
শুকনো মাটি ওপরে ।
এই পরা তার শেষ পরা !
হাজার মৃতের মাঝে
নিঃশব্দ তিমিরে ।
আর বসন্ত পূবালী দোলে
দুলবে না সে
গাইবে না গান
শন শন বোলে।
তাকে ঘিরে ফুটবে না
সুরভিত শৈশব ।
সবুজ বসন্তের
ঘন লাল উত্সব ।
দেখবে না মুকুলের
চোখ ফোটা বিস্ময়;
পাখিদের সুরে গানে
হবে না সে তন্ময় ।
দেখবে না কিছুই
দেখবে না সে !
শুধু হাজার ব্রাত্যের দলে
হবে নির্মম পদ-পিষ্ট ;
গাইবে কাতর সুরে
মর্ম-চেরা মর্মর কলি ।
যা শুনবে না কেউই
অবহেলার অবকাশে ।