Tuesday, 5 August 2014

প্রেম

তোমার সব রূপ আমায় ঝরিয়ে দাও,
তোমার গন্ধে আমায় ভরিয়ে দাও ।
নিয়ে আমার অখিল মন-ভূমি
আপন অঙ্গ আমায় পরিয়ে দাও ।
 

No comments:

Post a Comment