Tuesday, 5 August 2014

চাঁদ

ওই দূর আকাশের চাঁদ বাঁকা;
আমার বুক ভরা চাপা কথা ।
ডাকি তাকে চুপি চুপি 
মনের দুঃখ শোনাবো বলে,
জমা কথা মন খুলে ।
কিন্তু
আসেনা সে নেমে,
আমার ডাক শুনে,
বসে কাঁদি একা একা ।  

No comments:

Post a Comment