Monday, 10 November 2014

শুভ জন্মদিন : মোহনা

স্বপ্নের মোহনায়,
ঝিলমিল সৈকতে,
আধো -আলো জোছনায়
জীবনের ঘুর পথে ।
আবার এসেছে সে দিন --
যেদিন তোমার চাঁদ মাখা হাসিতে
ফুটেছিল পারিজাত শত শত ;
গেয়েছিল পরীরা
চেরুবিম কতো কতো ।
নরম কাপাশ ছওয়া হাতে
বুনেছিলে কত মায়া,
একাকি স্বপনে ;
রচেছিলে মোহ-মোড়া কায়া ,
মনের নিবিড় গোপনে ।
 

আজ আবার এদিনে --
প্রিয়ের হাত ধরে
ভেসে যেও তুমি,
অমরাবতীর পারে পারে ;
ফুটিয়ে নতুন কুঁড়ি
উড়িয়ে রঙিন ঘুড়ি,
বেলাভূমির তীরে তীরে ;
ভেসে যেও তুমি
অসীম সুখের নীড়ে ।

খুঁজে পাবে তাকে
মনের আকূল ডাকে ;
আঁকড়ে নিও তারে
স্নেহে, আপন করে ।।

No comments:

Post a Comment