আরও কত আলোকবর্ষ গেলে
পাবে সেই স্বপ্নে দেখা আলোর নিহারিকা ?
আরও কত নিদ্রাহীন রাত্রি শেষে মিলবে
ব্যথার ব্যাথিনি ?
প্রশ্ন কোরো না !
উত্তর মিলবে না !
শুধু হাহাকার হয়ে ফিরে আসবে
সহস্র নক্ষত্রের ধিক্কার নিয়ে !
থমকে দাঁড়িও না !
কোটি কোটি জ্বলন্ত উল্কায়
জ্বলে যাবে, পুড়ে যাবে !
একটি মৃত তারার মত,
আলোর বেগে আছড়ে পড়বে
পৃথিবীর বুকে,
চুরমার হয়ে, ছারখার হয়ে !
ফেলো না চোখের জল !
বাস্পায়িত, ধূমায়িত হবে
প্রকান্ড নেবুলার মত !
বৃথা রক্ত ঝরিও না !
সব শুষে নেবে তৃষ্ণার্ত black holes
বিনিময়ে দেবে শুধু
পথ হারানো জমাট নিশ্ছিদ্র অন্ধকার !
তাই এগিয়ে যেও তুমি, নির্দিষ্ট গতিপথ ধরে
দুর্দম দুনির্বার ধুমকেতুর মত !
হাজার হাজার asteroid এর বাধা অতিক্রম করে,
অশুভ গ্রহের মাধ্যাকর্ষ হেলায় ছিঁড়ে ফেলে !
জৌলুসের ঝলমলে ছায়াপথ ফেলে
মহাজ্ঞান, মহাত্যাগের আলোক পথে ;
কত সৌর ঝড় ,
কত supernova পার করে,
দেখবে নির্মল আকাশ গঙ্গা তীরে
বসে আসে সে !!
হাতে তারার মালা নিয়ে,
তোমায় পরাবে বলে !
ফুরিয়ে যাবে সে ক্ষণে
রাত জাগার দিন,
রক্ত ঝরার দিন ।
হবে উত্তরণ
শৈশব থেকে
যৌবনের পথে ;
নৈরাশ্য থেকে
প্রাপ্তির পথে !
হাসবে আলোর নিহারিকা
স্বপ্নের নিহারিকা
তোমার ভাগ্যাকাশে !
No comments:
Post a Comment