Wednesday, 21 January 2015

শুভ বিবাহ : দ্বৈপায়ন

বিয়ের বাঁধনে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি ।
বহু দিবসের বিরহ হইতে
ঘটিল আজিকে মুক্তি !
বিয়ের বাঁধনে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি ।


হৃদয় খেলার
মধুর লীলায়
মন মানেনা কোনই যুক্তি ;
দূর দূর হতে
ব্যাকুল হৃদয়ে
ব্যথার অভিব্যক্তি !
তাই,
বিয়ের বাঁধনে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি ।


মন উচাটন
প্রাণ উচাটন
মরুভূমি সম প্রণয় কানন !
পাওয়া না পাওয়ার
করুন খেলায়
মলিন সহন শক্তি !
তাই,
বিয়ের বাঁধনে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি !


মুখে বলি শুধু 
মানিয়ে নিয়েছি,
দিনে দিনে আরো
প্রবীন হয়েছি ।
লোক দেখানো
আবেগ প্রবাহ
হৃদয়ে লুকায়ে নিয়েছি !


তবু জানি ওগো
মনের গহনে
মরেছি একেলা 
মরমে মরমে ;
তুমি ছাড়া ওগো 
সুখ আসেনা
চিত্তে এক রত্তি !
তাই, 
মিলন ডোরে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি !


তাই,
ভুবন ভোলানো 
আলোর আসরে
মিলেছে চার নয়ন ;
একাকার হয়ে
সুখের সাগরে
ভাসিছে দুই জীবন ;
সংসার ব্রতে 
থাকুক সদাই 
অশেষ অসীম ভক্তি ;
বিয়ের বাঁধনে বাঁধিলো আজিকে
দ্বৈ  এবং শুক্তি !

No comments:

Post a Comment