Tuesday, 3 February 2015

শীত

শীতের লেপের উষ্ণতায় 
পেয়েছিলাম  তোমায় ;
মিষ্টি রোদের সকালে 
শিশির হয়ে তুমি এলে ;
সবুজ ঘাসের পাতায় পাতায় 
আবার পেলাম তোমায় ।

ব্যস্ত পথে ধূলি কণায় 
পেয়েছিলাম  তোমায় ;
ট্রামে বাসে মিছিলে  
ভিড় হয়ে গায়ে মেখে ছিলে ;
বিকেলে গরম চায়ের আমেজে
আবার পেলাম তোমায় ।

ফেরার পথে রাস্তায় 
পেলাম তোমায় ;
রাস্তার আলো হয়ে 
জ্বলে ছিলে তুমি ;
আমার ছায়া নিয়ে খেলায় 
পেলাম, তোমার দুষ্টুমি ;
রাতে গরম রুটি আলুর দমে 
আবার পেলাম তোমায় ।

রাতে শোবার সময় 
পেলাম তোমায় ;
চাঁদের  আলো হয়ে 
চোখে  স্বপ্ন বুলিয়ে দিলে ;
গভীর রাতের আলসেমিতে 
নিবিড় করে, আপন করে 
আবার পেলাম তোমায় ।।

No comments:

Post a Comment