আজ দোল, তাই নাকি রঙ মাখতে হয় ।
কোন রঙ? লাল, সবুজ নাকি গেরোযা ?
তাতে কি কিছু আসে যায় ?
আজ নাকি মিলন উত্সব, বসন্ত উত্সব ;
একই সঙে, একই রঙে রেঙে ওঠার উত্সব ।
সত্যি আসে যায়না ?
লাল পার্টির লোকেরা কি সবুজ দিয়ে দোল খেলে ?
কোন রঙ? লাল, সবুজ নাকি গেরোযা ?
তাতে কি কিছু আসে যায় ?
আজ নাকি মিলন উত্সব, বসন্ত উত্সব ;
একই সঙে, একই রঙে রেঙে ওঠার উত্সব ।
সত্যি আসে যায়না ?
লাল পার্টির লোকেরা কি সবুজ দিয়ে দোল খেলে ?
পাড়ার রঙ-বাজ -- তার নাকি অনেক রঙ !
তার কি আজ রঙের প্রয়োজন ?
আর যে রঙ-চোরা?
তার ভেতরের গোপন রঙ
কি আজ বিলিয়ে দেয়ার দিন ?
আর যে বহু-রুপী ?যে স্রোতের রঙ গায়ে পরে ;
সে কোন রঙে রাঙবে ?
পার্ক স্ট্রীটে CCD র বাইরে ওই ছেলে মেয়েগুলো
যারা রাস্তায় থাকে,
মাটির রঙ গায়ে মেখে মাটির সাথে মিশে থাকে,
মাটির ওপর দিয়ে হাঁটা লোকেদের দৃষ্টির আড়ালে ।
যারা কাঁচের বাইরে দিয়ে দেখে ভেতরের নীয়নের জগত ;
যারা দরজা খুললে
এক মুঠো AC র হাওয়া পাবে বলে বাইরে দাঁড়িয়ে থাকে ।
তারা কি রঙ মেখেছে আজ ?
তাদের রঙে কি পেট ভরে ?
ভরে কি তাদের মন ?
চারিদিকে ভোটের রঙ ।
আবার সেই রঙ-বাহারি প্রতিশ্রুতি !
আবার সেই রঙ মেলানোর খেলা ।
বাসে করে আসার সময় দেখলাম
রবীন্দ্র ভারতীর ছেলে মেয়ে সবাই
রঙ মেখেছে -- কোন রঙ ?
লাল, সবুজ, গেরোয়া, সব !
এত মেখেছে যে, কাউকে আর আলাদা করে চেনা জানা !
কে সাদা, কে কালো -- আজ সবাই এক !
যেন একই সুরে ঐকতান হয়েছে !
সকালে দোকান গেছি রঙ কিনতে ।
৩ রকম রঙের প্যাকেট -- লাল, সবুজ, গেরোয়া ;
জানলাম আজ সবেরই দাম ২০ টাকা !
No comments:
Post a Comment