এবার চলি সখী
শুভেচ্ছায় ভরে রেখো
আঁধার তোমার
সব
আপন হলো
আপন হলো
আমার
সুখ তারা তোমায়
আমি বিলিয়ে দিলাম
সুখ তারা তোমায়
আমি বিলিয়ে দিলাম
চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া
তোমার আসরে তে
যদি নাই থাকি তো
ব্যাথা তো নেই যে
ব্যাথা তো নেই যে
নিবিড় দুজনের
একাকী বলে চলা
কম
কথা তো নেই যে
কথা তো নেই যে
একাকী বলে চলা
কম
কথা তো নেই যে
কথা তো নেই যে
কতবার সকালকে
তোমার আঙিনায় আমি
সাঁঝ করেছি
চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
তোমার ঘর থেকে
মুখ ফিরিয়ে অন্য পথে যাই
চন্দন আমি
সুবাস আমার
তোমার কাছে রেখে চলে যাই
মনের মায়া রেখে
তোমার বালিশের তলে
বৈরাগীর চাদর মুড়ে
বিদায় নিলাম
আমি গেলাম চলে
চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই