কাল বসন্তের নতুন কুঁড়ি
পাপড়ি মেলে দেখবে
নতুন দিনের আলো;
নতুন রোদের নরম আঁচে
ভোরের পাখির গান কানে নেবে সে,
নতুন বাতাসের স্পন্দন প্রাণে নেবে সে;
সাধ করে রবি ঠাকুরের সুরে সে বলবে
"আমি এসেছি গো,
রুদ্ধ দুয়ার খোলো" ।
কিন্তু
কি দেখবে সে?
ব্রেক্সিট-মুখী "ইউরো ছাড়ো" কুচকাওয়াজ?
কালো পুঁজি নিংড়ে নেওয়ার
নিত্য নতুন রেওয়াজ?
কাঁটা তার ডিঙিয়ে
পড়শির ঘরে ছাই ফেলার নৃত্য?
রক্ত-চোখে জব্দ করার
ক্লান্তিকর ইতিবৃত্ত?
কি শুনবে সে?
উন্নয়নের ভগ্নস্তূপে চাপা
অসহায় নিষ্পাপ প্রশ্বাস?
জীবনান্তের সম্বল আঁখড়াতে
সারিবদ্ধ দীর্ঘ নাভিশ্বাস ?
নাকি দেখবে --
ভেতরের কালির অপসারণ;
মনের শাখে শাখে
বিশ্বাসের স্ফুলিঙ্গ স্থাপন;
অরূপ আলোয় চেতনার মিলন;
ভাবের বাজারে
আপনাকে বিলিয়ে দেওয়ার,
মিলিয়ে দেওয়ার
উৎসব উদযাপন ।
নাকি শুনবে --
ঐকতান;
ক্ষেপা বাউলের দোতারায়
বব ডিলনের তান;
মন্দিরে মন্দিরে, গির্জায়,
মৈত্রীর আজান ।
~@~
নতুন বছর আনুক
মুক্ত চিন্তার প্রসার,
নতুন ভরসায়, নতুন নিষ্ঠায়
নতুন কর্ম-তেজের অঙ্গীকার ।
~@~
--
কৃপা
পাপড়ি মেলে দেখবে
নতুন দিনের আলো;
নতুন রোদের নরম আঁচে
ভোরের পাখির গান কানে নেবে সে,
নতুন বাতাসের স্পন্দন প্রাণে নেবে সে;
সাধ করে রবি ঠাকুরের সুরে সে বলবে
"আমি এসেছি গো,
রুদ্ধ দুয়ার খোলো" ।
কিন্তু
কি দেখবে সে?
ব্রেক্সিট-মুখী "ইউরো ছাড়ো" কুচকাওয়াজ?
কালো পুঁজি নিংড়ে নেওয়ার
নিত্য নতুন রেওয়াজ?
কাঁটা তার ডিঙিয়ে
পড়শির ঘরে ছাই ফেলার নৃত্য?
রক্ত-চোখে জব্দ করার
ক্লান্তিকর ইতিবৃত্ত?
কি শুনবে সে?
উন্নয়নের ভগ্নস্তূপে চাপা
অসহায় নিষ্পাপ প্রশ্বাস?
জীবনান্তের সম্বল আঁখড়াতে
সারিবদ্ধ দীর্ঘ নাভিশ্বাস ?
নাকি দেখবে --
ভেতরের কালির অপসারণ;
মনের শাখে শাখে
বিশ্বাসের স্ফুলিঙ্গ স্থাপন;
অরূপ আলোয় চেতনার মিলন;
ভাবের বাজারে
আপনাকে বিলিয়ে দেওয়ার,
মিলিয়ে দেওয়ার
উৎসব উদযাপন ।
নাকি শুনবে --
ঐকতান;
ক্ষেপা বাউলের দোতারায়
বব ডিলনের তান;
মন্দিরে মন্দিরে, গির্জায়,
মৈত্রীর আজান ।
~@~
নতুন বছর আনুক
মুক্ত চিন্তার প্রসার,
নতুন ভরসায়, নতুন নিষ্ঠায়
নতুন কর্ম-তেজের অঙ্গীকার ।
~@~
তোমাকে এবং তোমার প্রিয়জনদের জানাই শুভ ইংরেজি নববর্ষ ২০১৭-এর প্রীতি ও শুভেচ্ছা !
--
No comments:
Post a Comment