Sunday, 12 March 2017

শুভ পরিণয়

রাজনীগন্ধার মাতাল নেশায়
মধু সমীরণে বহে,
সুখের প্রাপ্তি আশায়
পরীর দল গাহে ।
বাজে কিন্নর বীণা
দোলে পাপড়ি সমুদয়, 
চাঁদের অমৃত কণা
ঝরে নব-যুগলের গায় ।
রাতের ময়ূর খেলে
আলোর নূপুর পরে,  
প্রণয় প্রদীপ জ্বলে
মরম শান্তি নীড়ে ।
উথলে পরে সুধা
উছলে পরে কেশর,
প্রজাপতির রঙে রাঙা
তোমাদের মিলন বাসর ।।

তোমাদের সুন্দর বিবাহিত জীবন কামনা করি । ইচ্ছে থাকা সত্ত্বেও না যেতে পারায় দুঃখিত ! মা বাবা আজ যাবে ।

--
কৃপা

No comments:

Post a Comment